স্পোর্টস ডেস্ক : ৩০ জুলাই ২০২৩, রবিবার, ৩:৪৫:১৫
নারী বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইডেন। গ্রুপ-‘জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেন ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালিকে।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল সুইডেন। দ্বিতীয়ার্ধে আরও ২ গোলে বড় জয়ের স্বাদ পায় তারা। সুইডেনের পক্ষে জোড়া গোল করেন আমান্ডা ইলেস্টেড, বাকী ৩ গোল করেন যথাক্রমে- ফ্রিদোলিনা রল্ফো, স্টিনা ব্লাকস্টেনিয়াস ও রেবেকা ব্লমকভিস্ট।
এ জয়ে ২ খেলায় ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেভাগেই নক আউট নিশ্চিত করেছে সুইডেন। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইতালি।
প্রথম ম্যাচে সুইডেন ২-১ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ইতালি ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। -বাসস
Rent for add