জয় দিয়ে মৌসুম শেষ করলো কিংস

টানা চার শিরোপা জিতে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস আগেই করেছিল বসুন্ধরা কিংস। তাদের লক্ষ্য ছিল জয় দিয়ে লিগটা শেষ করা।

শেষ ম্যাচের প্রতিপক্ষ আবাহনী থাকায় ভালো একটা চ্যালেঞ্জও ছিল চ্যাম্পিয়নদের। তবে কিংসের জয়ে লিগ এবং মৌসুম শেষ করার পথে কোনো বাধা হতে পারেনি আগেই রানার্সআপ নিশ্চিত করা আবাহনী।

শুক্রবার কিংস এরেনায় আবাহনীকে ১-০ গোলে হারিয়ে এবারের মৌসুমের ইতি টানলো কিংস। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জিতেছিল কিংস। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেয়। লিগ জিতে তিন ট্রফির দুটি ঘরে নিয়ে সবচেয়ে সফল দল হিসেবেই মৌসুম শেষ করলো অস্কার ব্রুজনের দল।

আবাহনীর বিপক্ষে শুক্রবার জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। ২১ মিনিটে করা গোলটি ধরে রেখে ২০ ম্যাচের লিগে ১৮ তম জয় নিয়ে মাঠ ছাড়ে রবসন-ডরিয়েলটনরা। তারা একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। ২০ ম্যাচে পয়েন্ট ৫৫। গোল করেছে ৫১টি। হজম করেছে ১৩টি।

বসুন্ধরা কিংসের লিগ শেষ হলেও আবাহনীর এখনো এক ম্যাচ বাকি। ২১ জুলাই তারা শেষ ম্যাচ খেলবে উত্তরার আজমুপর ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ২২ জুলাই শেষ হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। -জাগোনিউজ২৪.কম

Rent for add

সর্বশেষ নিউজ

for rent