স্পোর্টস ডেস্ক : ১১ জুলাই ২০২৩, মঙ্গলবার, ০:১৭:৪৩
ঘোড়ায় চড়তে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে চলে গিয়েছিলেন পিএসজি গোলক্ষক সার্জিও রিকো। কোমা থেকে ফিরে এসে সম্প্রতি আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। দূর্ঘটনার পর রোববার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় নতুন জীবন ফিরে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিকো।
২৯ বছর বয়সী এই গোলরক্ষক এখনো স্পেনের সেভিয়াতে ভার্গেন ডি রোকিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি উৎসবে ঘোড়ায় চড়তে গিয়ে গত ২৯ মে তিনি দূর্ঘটনার শিকার হন।
রিকো ইন্সটাগ্রামে লিখেছেন, ‘কঠিন এই মুহূর্তে যারা আমার প্রতি ভালবাসা জানিয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি, তবে প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। সত্যি নিজেকে দারুণ ভাগ্যবান মনে করছি। সবাইকে ধন্যবাদ, আশা করছি দ্রুতই সকলের সাথে দেখা হবে।’
বুধবার আইসিইউ থেকে ছাড়পত্র পেয়ে পরবর্তী চিকিৎসার জন্য রিকোকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরপরই রিকো কোমাতে চলে গিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে হাসপাতাল সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে জানিয়েছে তার জ্ঞান ফিরেছে এবং রিকো আবারো যোগাযোগ করতে পারছেন।
নিজের ঘরের ক্লাব সেভিয়ার হয়ে এই গোলরক্ষক দুইবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। ধারে এক বছর খেলার পর ২০২০ সালে পিএসজিতে স্থায়ীভাবে যোগ দেন রিকো। -বাসস
Rent for add