বাংলাদেশ প্রিমিয়ার লিগ

টানা চারবার লিগ জিতে কিংসের ইতিহাস

দেশের প্রথম ক্লাব হিসেবে টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। আজ (শুক্রবার) ঘরের মাঠ কিংস এরেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৬-৪ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। গত বছর লিগ জিতে আবাহনীর পাশে বসেছিল কিংস। এবার তারা চতুর্থ লিগ শিরোপা জিতে নাম লেখালো ইতিহাসের পাতায়।

চ্যাম্পিয়ন হওয়ার পর কিংসের বাকি আছে আনুষ্ঠানিকতার ৩ ম্যাচ। মোহামেডান, শেখ জামাল ও আবাহনীর বিপক্ষে ম্যাচ তিনটি হারলেও কোনো সমস্যা নেই বসুন্ধরা কিংসের। ১৭ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে ধরাছোঁযার বাইরে চলে যায় অস্কার ব্রুজনের দল।

বসুন্ধরা কিংস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ারে উঠেছিল ২০১৮ সালে। এরপর টানা পাঁচটি লিগ খেলে চারবার চ্যাম্পিয়ন হলো তারা। মাঝে ২০২০ সালে করোনার কারণে লিগ বাতিল হয়ে যায়।

শুক্রবার বসুন্ধরা কিংসের জয়ে চার গোল করেছেন ব্রাজিলের ডরিয়েলটন। অন্য দুই গোল করেছেন মোরসালিন ও রবসন রবিনহো। শেখ রাসেলের জোড়া গোল করেছেন কেনেথ ইকেচুকু। অন্য দুই গোল করেছেন সুজন বিশ্বাস ও দীপক রায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent