দ্বিতীয়স্থানের লড়াইয়ে এগিয়ে রোমা, সাসুলোর কাছে পরাজিত জুভেন্টাস

গ্রেগরী ড্রেফেলের একমাত্র গোলে সিরি-এ লিগে রোববার জুভেন্টাসকে পরাজিত করেছে সাসুলো। এই পরাজয়ে ৩০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তমস্থানেই থাকলো জুভেন্টাস। জানুয়ারিতে অবৈধ ট্রান্সফার ইস্যুতে ১৫ পয়েন্ট কেটে নেয়া তুরিনের জায়ান্টরা এবার ইউরোপীয়ান আসর থেকে ছিটকে যাবার শঙ্কায় রয়েছে।

মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষে থাকা নাপোলি শনিবার ভেরোনার সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। যদিও দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন যুগের পর প্রথমবারের মতো নেপলসে শিরোপার জয়ের উৎসব করার দ্বারপ্রান্তে রয়েছে নাপোলি।

শুক্রবার দ্বিতীয়স্থানে থাকা ল্যাজিও রেলিগেশন খরায় থাকা স্পেজিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নাপোলির থেকে পয়েন্টের ব্যবধান ১৪’তে নামিয়ে এনেছে।

এদিকে হোসে মরিনহোর রোমা উদিনেসকে ৩-০ গোলে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে হটিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে। ল্যাজিওর সাথে রোমার পয়েন্টের পার্থক্য এখন মাত্র পাঁচ। ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিকোতে এডুয়ার্ডো বোভার গোলে এগিয়ে যায় রোমা। ৩৭ মিনিটে ব্রায়ান ক্রিস্টান্টে স্পট কিক থেকে গোলের সুযোগ হাতছাড়া করলে ফিরতি বলে বোভা বল জালে জড়ান। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লোরেঞ্জো পেলেগ্রিনি। ইনজুরি টাইমে টামি আব্রাহামের গোলে রোমার জয় নিশ্চিত হয়। এর আগে ৬৯ মিনিটে আর্জেন্টাইন অভিজ্ঞ মিডফিল্ডার রবার্তো ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা স্পট কিক থেকে গোলের সুযোগ নষ্ট করলে ম্যাচে ফেরা হয়নি উদিনেসের।

সাসুলোর মাঠে অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাস মূল একাদশে আরকাডিজ মিলিক ও ডুসান ভøাহোভিচকে নিয়ে মাঠে নেমেছিল। বিরতির ঠিক পরপরই লো শটে জুভেন্টাস গোলরক্ষক মাত্তিয়া পেরিনকে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে দেন ড্রেফেল। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি এরপর বদলী বেঞ্চ থেকে পল পগবা ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠে নামিয়েও সফল হতে পারেননি। সপ্তাহের মাঝামাঝিতে অসুস্থ অনুভব করায় নিয়মিত গোলরক্ষক ওজিচিয়েচ সিজিসনির পরিবর্তে পেরিনকে মাঠে নামানো হয়। গত সপ্তাহে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে জুভেন্টাস। কিন্তু ম্যাচের ধরন দেখে মনেই হয়নি তাদের মধ্যে জয়ের কোন ক্ষুধা আছে। -বাসস

Rent for add

সর্বশেষ নিউজ

for rent