দুই ব্রাজিলিয়ানের গোলে জিতলো কিংস, মোহামেডানের ড্র

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শনিবার নিজেদের মাঠ বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। দুটি গোলই এসেছে দুই ব্রাজিলিয়ানের কাছ থেকে।

১২ মিনিটে আবাহনী থেকে কিংসে নাম লেখানো ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ওই ১-০ ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় তারা। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান বসুন্ধরা কিংস। দ্বিতীয় হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে পুরনো ঢাকার ক্লাবটি।

কুমিল্লায় অনুষ্ঠিত অন্য ম্যাচে মোহামেডান ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। মোহামেডানের গোল করেছেন সোলেমান দিয়াবাতে ও মানিক। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা ডেভিড ও বামবা।

তিন ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী ১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে।

ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই নবাগত দলের লড়াইয়ে ফর্টিস এফসি ১-০ গোলে হারিয়েছে উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে। গোল করেছেন সাখাওয়াত রনি। তিন ম্যাচে প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ফর্টিস এফসি এবং দুই ম্যাচে পয়েন্টহীন উত্তরা এফসি টেবিলে সবার নিচে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent