নিজস্ব প্রতিবেদক : ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ২০:৫০:৪৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগ সবচেয়ে বাজেভাবে শুরু করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। বড় দলগুলোর মধ্যে কেবল তারাই লিগের প্রথম ম্যাচে হেরে বসেছিল। বাংলাদেশ পুলিশ এফসির কাছে ২-১ গোলে হার দিয়ে লিগ শুরু করা ব্লুজরা জয়ে ফিরেছে দ্বিতীয় ম্যাচেই।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। শেখ রাসেলের এই জয়ে জোড়া গোল করেছেন তাদের আইভরি কোস্টের ফরোয়ার্ড চার্লস দিদিয়ের।
৪১ ও ৮৪ মিনিটে গোল করেছেন চার্লস দিদিয়ের। মাঝে ৫২ মিনিটে গোল করেছেন ইয়াসিন। ইনজুরি সময়ে ব্যবধান বাড়িয়েছেন আরেক বিদেশি নাইজেরিয়ান এমফন সানডে উদোহ। চট্টগ্রাম আবাহনীর এক গোল করেছেন আইভরি কোস্টের ইয়াকুবা বামবা ৬৪ মিনিটে ও নাসির ৭৪ মিনিটে।
চট্টগ্রাম আবাহনীর লিগে এটি ছিল প্রথম ম্যাচ। প্রথম রাউন্ডে তাদের কোনো খেলা ছিল না। এক ম্যাচে পয়েন্টশূন্য তারা। অন্যদিকে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র।
Rent for add