বিশ্বকাপের ফাইনালই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ বিশ্বকাপ

২০২২ আসরই হবে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ। গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। গত বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন সাতবারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের তৃতীয় গোলটিও বানিয়ে দিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ গোল করেছেন মেসি। এর মাধ্যমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনটিও দখল করেন তিনি। এই নিয়ে ৩৫ বছর বয়সী মেসির খাতায় জমা পড়েছে বিশ্বকাপের ১১টি গোল।

আর্জেন্টিনার একটি মিডিয়া আউটলেটকে মেসি বলেন,‘ফাইনাল খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পেরে আমি খুশি। পরের আসরটি অনুষ্ঠিত হবে বেশ কয়েক বছর পর। সেখানে খেলতে পারব কিনা আমি জানি না। সুতরাং এমন অবস্থানে থেকে বিদায় নিতে পারাটাই হবে সেরা।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে (সেমিফাইনালে) জয় লাভের পর মেসি সতীর্থদের বলেছিলেন ‘এই মুহূর্তটিকে’ উপভোগ কর। ওই সময় মেসি বলেন,‘ আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এটিকে উপভোগ কর।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent