স্পোর্টস ডেস্ক : ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ২১:০০:১১
রোববার ফ্রান্স বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোলিশ রেফারি সিজিমন মারসিনিয়াক। ফিফা আজ তথ্য নিশ্চিত করেছে।
৪১ বছর বয়সী মারসিনিয়াক এর আগে কাতার বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ পরিচালনা করেছে। শেষ ষোলোতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববারের ফাইনালে মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন স্বদেশী পাওয়েল সোকোলিনিস্কি ও টমাস লিস্টিকিউইজ। এই তিন জন অনূর্ধ্ব-১৮ বিশ্বচ্যাম্পিয়নশিপ ও ইউরো ২০১৬’এ এক সাথে ম্যাচ পরিচালনা করেছেন।-বাসস
Rent for add