পেলের স্বাস্থ্যের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে

ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের স্বাস্থ্যের ক্রমশ উন্নতি হচ্ছে বলে সাও পাওলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। কোলন ক্যান্সারে আক্রান্ত ৮২ বছর বয়সী ব্রাজিলিয়ান এই লিজেন্ড গত সপ্তাহে হাসপাতলে ভর্তি হন।

কাতার বিশ্বকাপ চলাকালীন এই অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে পেলের সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি কাতারে খেলতে যাওয়া পুরো ব্রাজিল দলই পেলের দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনার আহবান জানান।

গত মঙ্গলবার পেলে সাও পাওলোর হাসপাতালে ভর্তি হবার পর চিকিৎসকরা জানিয়েছিলেন চলমান কেমোথেরাপি পূর্ণমূল্যায়ন করতেই তাকে আনা হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার অস্তোপচারের মাধ্যমে অপসারণের পর থেকেই তাকে কেমোথেরাপি দেয়া হচ্ছে।

পেলের পরিবার অবশ্য জানিয়েছে তিন সপ্তাহ আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। এ কারণেই তার শ্বাসযন্ত্রে প্রদাহ দেখা দিয়েছে। চিকিৎসকরা এন্টোবায়োটিক দিয়ে তা সারিয়ে তোলার চেষ্টা করছেন।

মেডিকেল দল আজ এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ক্রমশই সুস্থ হয়ে উঠছেন, বিশেষ করে তার শ্বাসযন্ত্রের প্রদার অনেকটাই ভালোর পথে। তিনি এখনো বিশেষ রুমেই রয়েছেন। নতুন করে তার মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দেয়নি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’

মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করার পর দুর্দান্ত এই জয়টিকে পুরো ব্রাজিল দল পেলের জন্য উৎস্বর্গ করেছিল। পেলের নাম ও ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে ম্যাচ শেষে নেইমার ও তার সতীর্থরা মাঠের ভিতরে এসে ব্রাজিলিয়ান এই কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পেলে নিজেও হাসপাতলের বেডে শুয়ে ব্রাজিলের এই খেলা উপভোগ করেছেন। ম্যাচের আগে তিনি সামাজিক যোগযোগ মাধ্যমে পুরো দলকে অনুপ্রাণিত করে পোস্টও দিয়েছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent