কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রামোসের, বেশি বয়সে গোল পেপের

কোন হ্যাটট্রিকের দেখা পাচ্ছিল না কাতার বিশ্বকাপ। গ্রুপ পর্বে গোলের দেখা পেলেও কেউ কাঙ্খিত হ্যাটট্রিক পাচ্ছিলেন না। এমন কি গ্রুপ পর্ব শেষ হয়ে নক আউট পর্বেও হ্যাটট্রিকের খড়া লেগে ছিল। শেষ পর্যন্ত অবশ্য শেষ শোলোর শেষ ম্যাচে বহুল প্রত্যাশিত হ্যাটট্রিকের মুখ দেখলেন পর্তুগালের রামোস।

লুসাইল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে আজ রাতে রোনালদোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠলেন রামোস। নয়ন জুড়ানো চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে তিনি প্রথমার্ধের ১৭ মিনিট ও দ্বিতীয়ার্ধের ৫১ ও ৬৭ মিনিটে গোল করে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন।

এদিকে একই ম্যাচে ৩৩ মিনিটে পেপের দুদার্ন্ত হেডে পতুর্গিজরা গোল পায়। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের উড়ে আসা বলে অসাধারণ টাইমিংয়ে সুইজারল্যান্ডের দুই খেলোয়াড়ের মাঝে লাফিয়ে হেডে গোল করেন ৩৯ বছর বয়সী পেপে। এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য‌ কীর্তি গড়েন পেপে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent