নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২১:১৮:২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল জেলা বালক দল।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ঢাকা জেলাকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হয়েছে জাহিদ, সেরা গোলকিপার হাফিজুর রহমান।
এদিকে দিনের আরেক ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২২ এর ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা।
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, ঢাকা জেলা সহ আরো অনেকে।
Rent for add