নিজস্ব প্রতিবেদক : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১৭:৪৬:৪৩
বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগ আজ মঙ্গলবার থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বসুন্ধরা কিংস প্রথমার্ধের (৪৫+২ মিনিট) অতিরিক্ত সময়ে সাবিনার গোলে (১-০) এগিয়ে যায়। এরপর ৭৭ মিনিটে কৃষ্ণা রানী ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। অবশিষ্ট সময়ে আর কোন গোল না হওয়ায় বসুন্ধরা কিংস ২-০ গোলের জয় নিয়ে ঘরে ফেরে।
তবে দিনের অপর ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব বড় জয় পেয়েছে। তারা ৪-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংনদকে। প্রথমার্ধে জয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের আকলিমা খাতুন ১৮ ও ২৯ মিনিটে, নওশিন জাহান ৬৮ মিনিটে ও রূপা ৮৮ মিনিটে গোল করেন।
Rent for add