ব্রাজিলিয়ান ডরিয়েলটন একাই করলেন ৬ গোল, গোলবন্যায় ফকিরেরপুল

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটনের ডাবল হ্যাটট্রিক ও অপর ব্রাজিলিয়ান রবসন রবিনহোর হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ টুর্নামেন্টে বড় জয় দিয়ে মৌসুম শুরু করেছে। ১৪ গোলের ১০টিই করেছেন তিন ব্রাজিলিয়ান।

সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ১৪-০ গোলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের দল ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে গোলের বন্যায় ভাসিয়ে শোচনীয়ভাবে পরাজিত করেছে।

বসুন্ধরা কিংসের হয়ে ৬ মিনিটে বিপলু আহমেদ প্রথম, ১০ মিনিটে তারিক কাজী দ্বিতীয়, ১৩ মিনিটে রবসন রবিনহো তৃতীয়, ২১ মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েল চতুর্থ, ২৪ মিনিটে রবসন রবিনহো পঞ্চম এবং ডরিয়েলটন যথাক্রমে ষষ্ঠ, ৪৪ মিনিটে সপ্তম, ৪৮ মিনিটে অষ্টম, ৬২ মিনিটে রবসন রবিনহো নবম, ৬৭ মিনিটে জনি দশম, ৬৮ মিনিটে ইয়াসিন এগারতম, ৮৪ মিনিটে ডরিয়েলটন বারোতম, ৮৬ মিনিটে তেরোতম এবং ৯০ মিনিটে চৌদ্দতম গোল করেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent