নিজস্ব প্রতিবেদক : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার, ২১:১৩:৩২
নেপালের মাটিতে গেল সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছিল। এবার দেশের মাটিতে ছোটদের সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কিন্তু এক পেনাল্টি মিসেই নেপালের কাছে বাংলাদেশ শিরোপা বিসর্জন দিলো।
আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাতে পারলে বাংলাদেশ শিরোপা পেতো। জয়ের লক্ষে মাঠে নেমে মেয়েরা ১৪ মিনিটে পিছিয়ে পড়ে। বক্সের বাইরে থেকে সুশিলার আচমকা শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে গেলে নেপাল ১-০ গোলে এগিয়ে যায়।
তবে গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ অবশ্য ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে। জয়নব বিবির কর্নার থেকে রুমা আক্তার দর্শনীয় হেডে গোল করলে ব্যবধান দাঁড়ায় ১-১ গোলে।
কিন্তু শিরোপা জিততে হলে জয় ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প পথ খোলা ছিল না। কারণ ডাবল লিগভিত্তিক এ আসরে বাংলাদেশ ১-০ গোলে নেপালের কাছে প্রথম ম্যাচ হেরেছিল। তবে উভয় দল ভুটানের সঙ্গে জয় পেলেও গোল গড়ে বাংলাদেশ এগিয়ে ছিল। যে কারণে বাংলাদেশ জিতে গেলেই চ্যাম্পিয়ন হতো।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি যখন ড্রয়ের পথে হাঁটছিল ঠিক তখনই সম্ভাব্য জয়ের সুযোগ পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ৯০ মিনিটে প্রাপ্ত পেনাল্টি থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি জয়নব বিবি। পেনাল্টি শটটি তিনি নেপালের গোলরক্ষক সুজানার হাতে তুলে দেন।
শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হলে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে প্রথমবারের মতো নেপালের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের প্রীতি ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। তবে সেরা গোলরক্ষক হয়েছেন নেপালের সুজাতা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন, যুব ও ক্রীড়া সচিব মো. মেজবাহ উদ্দিন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বাংলাদেশ একাদশ
সঙ্গীতা রাণী দাস, জয়নব বিবি রিতা, রুমা আক্তার (অধিনায়ক), অর্পিতা বিশ্বাস, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস (তৃষ্ণা), অনন্যা মুরমু বিথী (কানম আক্তার), কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার (উমেহলা মারমা) ও সুরভী আকন্দ প্রীতি।
Rent for add