নিজস্ব প্রতিবেদক : ৬ নভেম্বর ২০২২, রবিবার, ১৮:৩৩:৪৫
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফিরতি ম্যাচে আগামীকাল সোমবার স্বাগতিক বাংলাদেশ ও ভুটান একে অপরের মুখোমুুখি হচ্ছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে।
প্রথম মোকাবেলায় বাংলাদেশ ৮-০ গোলে ভুটানিজদের পরাজিত করে। দ্বিতীয় মোকাবেলায় স্বাগতিকরা এ রকম বড় জয়েরই আশা করছে। তবে নেপালের কাছে স্বাগতিকরা অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে যায়।
উল্লেখ্য বাংলাদেশ ও ভুটানকে হারিয়ে নেপাল ২ ম্যাচে ৬ পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ভুটানকে হারিয়ে আর নেপালের কাছে হেরে বাংলাদেশ ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। কিন্তু টানা দুই পরাজয়ের পর ভুটান টেবিলের তলানিতে অবস্থান করছে।
Rent for add