বাসস : ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ২৩:৫২:০৪
ফিফা বিশ্বকাপ দেখতে কাতারে যাবার কোন পরিকল্পনা নেই প্রিন্স উইলিয়ামের। যদিও ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশনের প্রধান হিসেবে প্রিন্সের কাতারে খেলা দেখতে যাবার প্রত্যাশা করা হচ্ছে। তবে উইলিয়ামের ঘনিষ্ট সূত্র এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে জানিয়েছে এখনো এই ধরনের কোন পরিকল্পনা তার নেই।
দৈনিক সান ট্যাবলয়েড উইলিয়ামের এক বন্ধুর বরাত দিয়ে জানিয়েছিল ইংল্যান্ড ফাইনালে উঠলে হয়তো তিনি কাতারে যেতে পারেন, তবে সেটা সরকারী ডেলিগেটের অংশ হিসেবে। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির কাছে কোন ধরনের মন্তব্য করতে রাজী হয়নি এফএ।
রাজ পরিবারের পরম্পরা অনুযায়ী প্রিন্স অব ওয়েলস খেতাবও বহন করেন উইলিয়াম। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের সাথে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস দলও।
Rent for add