নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২২, শনিবার, ২১:৪৪:৩১
জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যুব দল নিয়ে অনুষ্ঠিত বাফুফে অনূর্ধ্ব-১৮ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫-২ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
বিজয়ী দলের গোল করেছেন আসিফ দুটি এবং স্বপন, মহিন ও তানিম। স্বাধীনতা ক্রীড়া সংঘের গোল করেছেন এনাম ও নাহিদ।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেখ জামালের পয়েন্ট ২৫। তারা লিগে ৮ ম্যাচ জিতেছে। একটি ম্যাচ হেরেছে পুলিশ এফসির কাছে। ড্র করেছে কিংসের সঙ্গে।
Rent for add