এ বছর আর মাঠে নামছেন না এই ফুটবলার

ইতালিয়ান তারকা স্ট্রাইকার সিরো ইমোবিলের উরুর গুরুতর ইনজুরিতে এ বছর আর ল্যাজিওর হয়ে মাঠে নামা হচ্ছেনা। সিরি-এ ক্লাব সূত্র ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।

উদিনেসের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে বাম থাইয়ে চোট পেয়ে ৩০ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন ইমোবিলে। ল্যাজিওর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের বাম থাইয়ে মধ্যম মানের ইনজুরি ধরা পড়েছে।

সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে থাকা ল্যাজিও অবশ্য কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে কিছু জানায়নি। তবে ইতালিয়ান বিভিন্ন গণমাধ্যমের দাবী এ বছর আর মাঠে হবে না ল্যাজিওর এই স্ট্রাইকারের।

এই সময়ের মধ্যে আটলান্টার বিপক্ষে রোববার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ছাড়াও ইউরোপা লিগে গ্রুপ পর্বে ফেয়েনুর্ড ও মিটজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচে খেলা হচ্ছে না ইমোবিলের।

বিশ্বকাপের কারণে নভেম্বরের মাঝামাঝিতে বন্ধ হবে সিরি-এ লিগ। জানুয়ারির আগে পুনরায় ইতালিয়ান লিগ শুরু হবে না।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent