বাসস : ১৫ অক্টোবর ২০২২, শনিবার, ১৯:৫৭:৩৬
নতুন দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ডগলাস লুইজ। যদিও চুক্তির মেয়াদ প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটি থেকে ১৫ মিলিয় পাউন্ডে ২০১৯ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ভিলায় যোগ দিয়েছিলেন। ভিলার হয়ে এ পর্যন্ত ১২০টি ম্যাচ খেলে সাত গোল করা ছাড়াও তার রয়েছে আটটি অ্যাসিস্ট। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ।
তার সাথে ভিলার বর্তমান চুক্তি মেয়াদ এক বছরের কম সময় বাকি ছিল। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে আর্সেনাল এ মিডফিল্ডারকে দলে ভেড়াতে দুই দফা প্রস্তাব দিয়েছিল। ট্রান্সফার ডেডলাইনের ঠিক আগে গানার্সরা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল লুইজকে দলে পাবার ব্যাপারে। কিন্তু ২৩ মিলিয়ন পাউন্ডের দ্বিতীয় প্রস্তাবটিও ভিলার পক্ষ থেকে নাকচ করে দেয়া হয়।
গত বছর টোকিও অলিম্পিকে ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জয় করেছিলেন লুইজ।
Rent for add