নিজস্ব প্রতিবেদক : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ০:৪৬:৫৫
বাংলাদেশ ও স্বাগতিক নেপাল দ্বিতীয় ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মঙ্গলবার একে অপরের মুখোমুখি হচ্ছে।
নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় বাংলাদেশ সময় বিকেল ৫.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ সেপ্টেম্বর ১-০ গোলে কম্বোডিয়াকে হারিয়ে পরের দিনই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অংশে নিতে কাঠমান্ডু এসে পৌঁছায়।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ সেপ্টেম্বর ১-০ গোলে কম্পোডিয়াকে হারিয়ে পরের দিনই আকেটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অংশে নিতে কাঠমান্ডু এসে পৌঁছায়।
স্বাগতিক নেপালের সঙ্গে ময়দানি লড়াইয়ের আগে সোমবার বাংলাদেশ দল সকালে জিম ও সুইমিং সেশন সম্পন্ন করে।
পরবর্তীতে বিকেলে প্রিম্যাচ প্রেস কনফারেন্স বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হ্যাভিয়ের কাবরেরা এবং দলীয় অধিনায়ক জামাল ভূঁইয়া অংশগ্রহণ করে।
এর পর তারা সন্ধ্যা পর্যন্ত আর্মি স্পোর্টস গ্রাউন্ডে শেষ মুহূর্তের ভুলক্রুটিগুলো প্রশিক্ষণের মাধ্যমে ঝালিয়ে নেন।
Rent for add