নিজম্ব প্রতিবেদক : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ০:২৮:৩২
নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সোমবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সংবর্ধনা দিয়েছে।
আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী খেলোয়াড়দের ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তারকা শিল্পীদের কাছে পেয়ে নারী ফুটবলের সদস্যরা আনন্দে মেতে উঠেন এবং তাদের সঙ্গে ছবি তুলে উৎসবটাতে আরো প্রাণবন্ত করে তোলেন।
উল্লেখ্য সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করে।
Rent for add