নিজস্ব প্রতিবেদক : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:৪১:১৬
নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য বাংলাদেশের সকল খেলোয়াড়, কোচ-কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
জাতীয় দল এখন কম্বোডিয়ায় রয়েছে। সেখান থেকে ভিডিওবার্তায় অভিনন্দন জানিয়েছেন কোচ ও অধিনায়ক।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আজকে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি। এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের ফলে আমরা এখানকার পরিবেশ, মাঠ এবং প্রতিপক্ষ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। আমি বাংলাদেশ নারী দলকে দারুণ অর্জনের জন্য অভিনন্দন জানাতে চাই। শুধু খেলোয়াড় নয়, টেকনিক্যাল স্টাফ, কোচ, ম্যানেজমেন্টের সকলকে এই অর্জনের জন্য অভিনন্দন।’
ভিডিওবার্তায় জামাল ভূঁইয়া বলেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আমি নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই। আমরা সবাই গর্বিত, কারণ এটা অনেক বড় একটা অর্জন। ম্যানেজম্যান্ট, খেলোয়াড়, অফিশিয়াল সবাইকে অভিনন্দন।’
জামাল যোগ করেন, ‘আমরা আজকে খেলা দেখতে পারিনি। কারণ আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম। তবে আমরা সবাইকে অভিনন্দন জানাই। পুরো জাতি এই অর্জনে আনন্দিত। এটা তোমাদের রাত, উপভোগ করো।’
সৌজন্য : জাগোনিউজ২৪.কম
Rent for add