শিরোপা লড়াইয়ে বাংলাদেশ-নেপাল কাল মুখোমুখি

সাফ নারী ফুটবলের শিরোপা লড়াইয়ে আগামীকাল সোমবার বাংলাদেশ ও স্বাগতিক নেপাল একে অপরের মুখোমুখি হচ্ছে। বিকেল সোয়া পাঁচটায় নেপালের দশরথ রঙ্গশালায় ম্যাচটি শুরু হবে। সাফ নারী ফুটবলের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বাংলাদেশ একবার ও নেপাল চারবার ফাইনালে খেললেও এবারই প্রথম তারা পরস্পরের মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ প্রথম সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ১-০ গোলে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে উঠে আসে। এ দুই দলের ফাইনাল খেলার অভিজ্ঞতা থাকলেও জয়ের মুখ দেখেনি। তবে সাফ নারী ফুটবল এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

প্রথমবারের মতো ভারতকে বাইরে রেখে ফাইনালে উঠা বাংলাদেশ ও নেপাল আজ এক সংবাদ সম্মেলনে নিজ নিজ অবস্থান থেকে জয়ের আশা ব্যক্ত করেছে।

পরিসংখ্যানে অবশ্য নেপাল ও বাংলাদেশের পারস্পরিক মোকাবেলায় স্বাগতিকরাই এগিয়ে রয়েছে। সাফে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল দল দুটি। এর মধ্যে দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। কিন্তু তিনবারই সাবিনারা হেরেছে।

উল্লেখ্য বাংলাদেশ ২০১০ সালে সাফের দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে, ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে এবং ২০১৯ সালে গ্রুপ পর্বে ৩-০ গোলে পরাজিত হয়।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent