বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১৯:১৮:১৯
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আজ শুক্রবার নেপালে সাফ নারী ফুটবলের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে বাংলাদেশের বিধ্বংসী জয়ে প্রধান ভূমিকা পালন করা কোচ ছোটনকে সাবিনারা এই জয় উৎসর্গ করেছেন।
এক প্রশ্নে সাবিনা বলেন, আমাদের প্রধান কোচ এই জয়ের কৃতিত্বের দাবিদার। কারণ এটি তার (স্যার) নিরলস প্রচেষ্টার ফল। আমাদের স্যার শুরু থেকেই দলের সাথে ছিলেন। আমরা তার (স্যার) মতো একজন শিক্ষক বা অভিভাবক পেয়ে খুব খুশি। আমরা সত্যিই অনুপ্রাণিত এবং আমরা এই জয়টি আমাদের স্যারকে উৎসর্গ করতে চাই।
উল্লেখ্য দশরথ রঙ্গশালায় বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে পরাজিত করে। এ ম্যাচে সাবিনা হ্যাটটিক করেন। এছাড়া স্বপ্না, কৃষ্ণা, রিতু, মাসুরা ও তহুরা গোল করেন।
Rent for add