বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০:১২:৩০
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই টিম বাংলাদেশকে অভিনন্দন জানালেন ভারতীয় জাতীয় নারী ফুটবল দলের কোচ ছেত্রী। তিনি বলেন, বাংলাদেশ দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে ছিল। এক কথায় অসাধারণ।
সাফ নারী ফুটবলে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল কি না- এমন প্রশ্নে ভারতীয় কোচ বলেন, প্রতিটি ম্যাচকেই আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। হালকাভাবে নেবার প্রশ্নই উঠে না। বাংলাদেশ পজিটিভ ফুটবল খেলেছে।
বাংলাদেশের কাছে ৩-০ গোলের হার প্রসঙ্গে ভারতীয় কোচ জানান, এটা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। ম্যাচে আমাদের অনেক ভুলক্রটি ছিল। এসব ভুলক্রটির সুযোগগুলো কাজে লাগিয়ে যে কেউ আমাদের হারাবে। সেটাই ম্যাচে ঘটেছে।
উল্লেখ্য নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে ভারতকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সেমিফাইনালে ভুটানের মোকাবেলা করবে।
Rent for add