বিশেষ সংবাদদাতা, কাঠমান্ডু (নেপাল) থেকে : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:১৭:৩৪
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ ও ভারত আজ মঙ্গলবার একে অপরের মুখোমুখি হচ্ছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় দুই প্রতিবেশীর এ ম্যাচটি সন্ধ্যা পোনে ছ’ টায় মাঠে গড়াবে।
ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন এই দু’ দলের গ্রুপ পর্বের ফলাফলের উপরই নির্ভর করছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ও রানার্সআপ ভুটান ফাইনালে উঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ হবে?
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারত সমান পয়েন্ট নিয়ে অবস্থান করলেও গোল গড়ে এগিয়ে পড়শি দেশ। যে কারণে ভারত জয় বা নুন্যতম ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানকে পাবে। অন্যদিকে আজ বাংলাদেশের সামনে জয় ছাড়া বিকল্প নেই। কারণ হেরে গেলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে অপর স্বাগতিকরা।
কৌশলগত কারণেও উভয় দলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই সেমিফাইনালে স্বাগতিক নেপালকে এড়ানো সহজ হবে দল দু’টির। ফলে কিছুটা সহজেই ফাইনালে উঠার সুযোগ পাওয়া যাবে।
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ করে ইতোমধ্যে সেমিফাইনালে চলে গেছি। ম্যাচ বাই ম্যাচ মেয়েরা উন্নতি করছে, গোল পাচ্ছে- সেটারই তারা পরীক্ষা দিবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এটি দলের জন্য কোন চাপ নয়। তাদের সঙ্গে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে খেলতে হবে।
যদিও ভারতের বিপক্ষে এর আগে বাংলাদেশের কোন জয় নেই। সাফল্য বলতে শুধু একটি ড্র- এমন পরিসংখ্যান প্রসঙ্গে ছোটন বলেন, পরিসংখ্যান নয়, এবার আমাদের মেয়েরা শুরুই করেছে ভালো ম্যাচ দিয়ে। তাই আমরা ভাল কিছু আশা করছি। আশা করছি মেয়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবে।
এদিকে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, মাঠে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবো। ভারত অত্যন্ত শক্তিশালী দল। তাদের দলে বেশকিছু ভাল খেলোয়াড় রয়েছেন। তাই কোচের বিশেষ পরিকল্পনা রয়েছে, সেইভাবেই আমরা খেলবো।
সোমবার কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার্স মাঠে এক প্রশ্নের জবাবে ছোটন বলেন, আনাই মোগিনি আজ অনুশীলন করেছে। সে ফিরে আসায় দলের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বুঝে তাকে পরিকল্পনায় রাখতেও পারি। বরাবরের মতো অনুশীলনে দুটি দলে বিভক্ত হয়ে প্রস্তুতি সেরেছেন মারিয়া মান্ডা, আঁখি খাতুনরা। ভারতের বিপক্ষে একাদশে থাকতে পারেন সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন নাহার সিনিয়র, আখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মরিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না ও রুপনা চাকমা।
উল্লেখ্য সাফ ফুটবল শিরোপার অন্যতম দাবীদার ভারত গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-০ গোলে হারালেও মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে। অন্যদিকে বাংলাদেশ দ্বীপদেশটির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও পাকিস্তানকে ৬-০ গোলে পরাজিত করে।
Rent for add