নিজস্ব প্রতিবেদক : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৫:৫৫:৪৯
আগামী ৮-১৫ অক্টেবর কাতারে ‘পথ শিশু ফুটবল বিশ্বকাপ ২০২২’ -এ বাংলাদেশের একটি এনজিও লিডোর তত্ত্বাবধনে একটি নারী ফুটবল দল অংশগ্রহণ করতে যাচ্ছে।
কাতার যাবার আগে এই দলকে বিটিশ ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেলের আমন্ত্রণে ৮ সেপ্টেম্বর ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের বারিধারা বাস ভবনে অভ্যর্থনা দেয়া হয়।
এ অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফের সদস্য সত্যজিৎ দাশ রূপু, মো. ইলিয়াস হোসেন, ইমতিয়াজ হামিদ সবুজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হালিমা আক্তার ও মোসাম্মৎ আকলিমা খাতুনসহ পৃষ্ঠপোষক, শুভ্যানুধায়ী প্রতিষ্ঠান সংস্থাসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Rent for add