নিজস্ব প্রতিবেদক : ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৬:০৯:১২
প্রথমবারের মতো দেশের সাবেক ও বর্তমান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ‘বাফুফে-এএফসি এলিট প্লেয়ার এলিট কোচ প্রোগ্রাম-২০২২’ ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে শুরু হয়েছে।
বাফুফে আয়োজিত এ প্রোগ্রামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের তাদের খেলোয়াড়ী জীবনের সমাপ্তির পর কোচিং পেশায় আসার সুযোগ করে দিবে।
এই কোর্সে ফুটবল খেলোয়াড় জামাল ভুইয়া, আশরাফুল ইসলাম রানা, ওয়ালী ফয়সাল, মামুনুল ইসলাম মামুন, তৌহিদুল আলম সবুজ, মো. ফয়সাল মাহমুদ, মো. জাহেদ পারভেজ চৌধুরী, মো. নাসির হোসেন চৌধুরী, মো. দিদারুল হক, শাহেদুল আলম শাহেদসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
Rent for add