নিজস্ব প্রতিবেদক : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৩:১৬:১২
বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ৩১ আগস্ট কল্লোল সংঘ কষ্টার্জিত জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর তারা ১-০ গোলে হারিয়েছে আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদকে। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিটে মাকসুদুর রহমান জয়সূচক গোল করেন।
এদিকে সিটি ক্লাব ও পূর্বাচল পরিষদ ১-১ গোলে ড্র করেছে। সিটির ফজলুল ২৬ মিনিটে দলকে এগিয়ে নিলে পূর্বাচলের নেওয়াজ ৪৫ মিনিটে গোল পরিশোধ করে সমতায় নিয়ে আসেন।
অপরদিকে টঙ্গী ক্রীড়া চক্র ও যাত্রাবাড়ী ঝটিকা সংসদের মধ্যকার খেলাটিও ১-১ গোলে ড্র হয়। যাত্রাবাড়ীর ইমন ২৭ মিনিটে এবং টঙ্গীর রাব্বানি ৩৬ মিনিটে গোল করেন। টঙ্গীর আলহাজ্ব সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন।
Rent for add