নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০২২, রবিবার, ১২:৩৪:২৯
বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ৫ম সভা এবং বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ সম্পর্কিত উপকমিটির ২য় সভা ২৭ আগস্ট বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি। কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ উভয় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ সম্পর্কিত উপকমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১. টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২ অংশগ্রহণকারী দলসমূহের অনূর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণে বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২১-২২ এর খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম ৩১ আগস্টের পরিবর্তে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
২. বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২১-২২ এর খেলা আগামী ১৫ সেপ্টেম্বর হতে শুরু হবে।
৩. বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২১-২২ এর খেলাসমূহ ঢাকার লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড মাঠ, সরকারী শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে খেলা আয়োজনের সন্তাব্যতা যাচাইপূর্বক ভেন্যু সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৪. বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২১-২২ অংশগ্রহণকারী দলসমূহের অনূর্ধ্ব-১৬ বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণে বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
৫. বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ খেলা আগামী ২০ সেপ্টেম্বর হতে শুরু হবে।
৬. বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলাসমূহ মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ এবং পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add