নিজস্ব প্রতিবেদক : ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ১৮:৩৭:১৮
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ ফুটবলার ডেকেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন কোচ।
শুক্রবার রাজধানীর উত্তরার একটি হোটেলে উঠবেন ফুটবলাররা। অনুশীলন হবে পুলিশের মাঠে। হোটেল আর মাঠের দূরত্ব বিবেচনা করেই এবার উত্তরায় আবাসকি ক্যাম্প করেছে বাফুফে।
ডাক পাওয়া ২৭ ফুটবলারের মধ্যে দুই প্রবাসী জামাল ভূঁইয়া ও তারিক কাজী এখন ডেনমার্ক ও ফিনল্যান্ডে। তারা দুইজন আগামীকাল শুক্রবার ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন কোচ।
গত জুনে মালয়েশিয়া সফরের আগে ক্যাম্পে ডাকা হয়েছিল আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে। তিনি সময়মতো ক্যাম্পে যোগ দিতে না পারায় কোচ ক্যাবরেরা জীবনকে ক্যাম্পে থাকার অনুমতি দেননি। এবার সেই নাবিব নেওয়াজ জীবন ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পেই ডাক পাননি।
যে ২৭ ফুটবলার ডেকেছেন স্প্যানিশ কোচ, তার মধ্যে সর্বাধিক ১২ জন বসুন্ধরা কিংসের ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ চারজন সাইফ স্পোর্টিং ক্লাবের। আবাহনী ও শেখ রাসেলের আছে ৩ জন করে, শেখ জামালের ২ জন এবং মোহামেডান, চট্টগ্রাম ও পুলিশের একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে।
জাতীয় দলের প্রাথমিক তালিকা
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রীতম, আশরাফুল ইসলাম রানা, মো. নাইম।
রক্ষণভাগ: ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল।
মধ্যমাঠ: সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা-২।
আক্রমণভাগ : সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন।
Rent for add