লিভারপুলকে হারিয়ে প্রথম জয় পেলো ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ডে সফরকারী লিভারপুলকে ২-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

জেডন সানচো ও মার্কোস রাশফোর্ডের দুই গোলে ইউনাইটেডের জয় নিশ্চিত হয়। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে টেবিলের তলানিতে থেকে সপ্তাহটা শুরু করেছিল ইউনাইটেড। কিন্তু ডাচ ম্যানেজারের অধীনে হাইভোল্টেজ ম্যাচে আর হতাশ হতে হয়নি রেড ডেভিলসদের।

এদিকে নতুন মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি লিভারপুর। তিন ম্যাচে দুই ড্র আর এক পরাজয়ে মাত্র ২ পয়েন্ট অর্জন করা জার্গেন ক্লপের দলের সামনে শিরোপা জয়ের চ্যালেঞ্জ এখন থেকেই কঠিন হয়ে যাচ্ছে অনেকেই মত দিয়েছেন। যদিও এখনই এ সম্পর্কে কোন মন্তব্য করা যাচ্ছেনা।

শুরু থেকেই এক অন্যরকম ইউনাইটেডকে মাঠে খুঁজে পেয়েছে সমর্থকরা। এন্থনি এলানগা শুরুতেই গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু স্কট ম্যাকটোমিনে ও ব্রুনো ফার্নান্দেস থেকে ঘুড়ে আসা পাসে তার কার্লিং শট পোস্টে লেগে ফেরত আসে। রক্ষণভাগের আগোছালো পারফরমেন্স আরো একবার লিভারপুলের খেলার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় ১৬ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। এলানগা ও ক্রিস্টিয়ান এরিকসেনের মধ্যে বল আদান প্রদানের মাধ্যমে এলানগা সানচোর দিকে কাট ব্যাক করে দেন। জেমস মিলনারকে মাটিতে ফেলে দিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান সানচো।

ইউনাইটেডের দ্বিতীয় গোলে লিভারপুলের মধ্যমাঠের দূর্বলতা চরমভাবে ফুটে উঠে। জর্ডান হেন্ডারসন মধ্যমাঠে বলের পজিশন হারালে এন্থনি মার্শাল তা ছিনিয়ে নিয়ে রাশফোর্ডের দিকে বাড়িয়ে দেন। আর এই পাসে ব্যবধান দ্বিগুণ করতে কোন ভুল করেননি রাশফোর্ড। জানুয়ারির পর এটাই রাশফোর্ডেও প্রথম গোল। রাশফোর্ডের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাও টেন হাগের অনেকগুলো দায়িত্বের মধ্যে অন্যতম ছিল।

তবে ৮১ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে লিভারপুল কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent