দ্বিতীয় বিভাগে জাবিদ আহসান ও লিটল ফ্রেন্ডস্ জিতেছে

বসুন্ধরা গ্রুপ ‍দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ও লিটল ফ্রেন্ডস্ ক্লাব নিজ নিজ খেলায় কষ্টার্জিত জয় পেয়েছে।

২৩ আগস্ট জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ১-০ গোলে ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সুজন ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন।

অপর ম্যাচে লিটল ফ্রেন্ডস্ ক্লাব ১-০ গোলে হারিয়েছে গৌড়িপুর স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের তানভীর ৮০ মিনিটে একমাত্র গোল করেন।

এছাড়া আরামবাগ ফুটবল একাডেমি ও খিলগাঁও ফুটবল একাডেমির মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। আরামবাগের রাব্বি ১৫ মিনিটে গোল করলে খিলগাঁওয়ের আতিকুর ৫০ মিনিটে গোল পরিশোধ করেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent