এগুয়েরোকে ছাড়িয়ে কেনের গোলের রেকর্ড

প্রিমিয়ার লিগে একটি একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন টটেনহ্যামের ইংলিশ তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। শনিবার উল্ফসের বিপক্ষে ম্যাচে গোল করে কেন এই রেকর্ড গড়েন।

ইংলিশ লিগে টটেনহ্যামের জার্সি গায়ে এর মাধ্যমে কেনের গোলসংখ্যা দাঁড়ালো ১৮৫, আর সব মিলিয়ে এই সংখ্যা ২৫০। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো ১৮৪ গোল করে এতদিন পর্যন্ত এই রেকর্ড নিজের করে রেখেছিলেন।

উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে সাবেক ফরোয়ার্ড জিমি গ্রিভসের দখলে। সেই মাইলফলক ছাড়িয়ে যেতে কেনের আরো ১৬ গোল প্রয়োজন।

শনিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে ৬৪ মিনিটে ইভান পেরিসিচের থেকে শক্তিশালী হেডে কেন গোল করে দলকে এগিয়ে দেন। কেনের একমাত্র গোলেই স্পার্সদের জয় নিশ্চিত হয়। একইসাথে ২৯ বছর বয়সী ইংলিশ অধিনায়ক প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড গড়েন। গত সপ্তাহে চেলসির সাথে ২-২ গোলের ড্র হওয়া ম্যাচটিতে স্টপেজ টাইমে গোল করে তিনি এগুয়েরোর ১৮৪ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।

প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় অবশ্য ২৬০ গোল করে শীর্ষে রয়েছেন সাবেক তারকা অ্যালান শিয়েরার। এই তালিকায় পরের স্থানে রয়েছেন ওয়েন রুনি (২০৮) ও এন্ড্রু কোল (১৮৭)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে কেন (১৮৫) ও এগুয়েরো (১৮৪)।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent