নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট ২০২২, রবিবার, ২:৩৩:৩০
বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লিগে ইস্ট অ্যান্ড ক্লাব ও মুগদা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ জয় পেয়েছে।
২০ আগস্ট ইস্ট অ্যান্ড ক্লাব ৩-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সম্রাট ৮ মিনিটে, হাসান ৭৯ মিনিটে পেনাল্টি থেকে এবং লক্ষণ ৯০+৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। তবে জয়ী দলের ইমন দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুগদা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ ৩-২ গোলে ফ্রেন্ডস স্যোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে হারিয়েছে। বিজয়ী দলের মুন্না ২৭ মিনিটে, আল-আমিন ৫৭ মিনিটে ও আতিক ৭৬ মিনিটে গোল করেন। তবে বিজিত দলের শাওন ২৪ মিনিটে এবং বাঁধন ৪৫+১ মিনিটে গোল করেন।
অপরদিকে দিনের তৃতীয় ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
Rent for add