প্রস্তুতিতে নামার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা

সেপ্টেম্বরে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে আগামী ২৬ আগস্ট। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটিয়ে কাটিয়ে ঢাকায় ফিরে তার নতুন মিশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই খেলার জন্য যাদের ক্যাম্পে ডেকেছিলেন, সেই তালিকায় সামান্য রদবদল করে এই দুটি ম্যাচের জন্য খেলোয়াড় তালিকা তৈরি করতে পারেন তিনি।

বাফুফে প্রথমে পল্টনের একটি হোটেলে ক্যাম্প করে ধানমন্ডির শেখ জামাল ক্লাব মাঠে বা বুয়েট মাঠে অনুশীলনের চিন্তা করেছিল। তবে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ শনিবার জানিয়েছেন, তারা উত্তরায় বাংলাদেশ পুলিশের মাঠে অনুশীলনের কথা চিন্তা করছেন। এরই মধ্যে জাতীয় দলের কোচিং স্টাফ ওই মাঠটি পরিদর্শন করেছেন এবং মাঠটি তাদের মনে ধরেছে।

ওই মাঠের পাশেই একটি আবাসিক হোটেলে খেলোয়াড়ারদের ক্যাম্প হবে। হোটেল ও মাঠের দূরত্ব সর্বোচ্চ ১০ মিনিটের। যে কারণে উত্তরাতে ক্যাম্প করার দিকেই বেশি আগ্রহ বাফুফের।

পল্টনে খেলোয়াড়দের রেখে বুয়েট মাঠ বা ধানমন্ডিতে অনুশীলন করলে যাতায়াতের জন্য বেশ সময় লেগে যায়। তাই বাফুফে ফুটবলারদের অনুশীলনের জন্য উত্তরাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সেপ্টেম্বর উইন্ডোতে বাফুফে প্রথম ম্যাচ খেলবে ২২ তারিখ কম্বোডিয়ায় । ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি খেলবে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ এ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে। যার মধ্যে ২টি ড্র করেছে, হেরেছে চারটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent