নিজস্ব প্রতিবেদক : ১৯ আগস্ট ২০২২, শুক্রবার, ১:৩৭:৩৬
বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লিগে কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদ, নবাবপুর ক্রীড়া চক্র ও মহাখালী একাদশ নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
১৮ আগষ্ট বৃহস্পতিবার কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদ ৩-১ গোলে বাড্ডা জাগরণী সংসদকে পরাজিত করে। কসাইটুলির ইলিয়াস ২ মিনিটে ও ৬০ মিনিটে এবং মালেক ১৫ মিনিটে গোল করেন। কিন্তু বাড্ডার ইমরান ৯০+৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন। তবে কসাইটুলির হাবিবুর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
এদিকে নবাবপুর ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের মহসিন ১৫ মিনিটে ও রবিউল ৬৪ মিনিটে গোল করেন।
অপরদিকে মহাখালী একাদশ ৩-১ গোলে বাসাবো তরুণ সংঘকে পরাজিত করে। মহাখালীর হোসেইন ১৬ মিনিটে, সাদ্দাম ৬২ মিনিটে ও খাইরুল ৭৮ মিনিটে এবং বাসাবোর সোহাগ ৬৬ মিনিটে গোল করেন।
Rent for add