বাফুফের জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে।

দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে ছিল মিলাদ, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, সহসভাপতি মো. আতাউর রহমান ভূইয়া মানিক, ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, টিপু সুলতান, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সদস্য জাকির হোসেন ও হাজী নজরুল ইসলামসহ বাফুফে এলিট ফুটবল একাডেমি এবং জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়সহ ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মতিঝিলে বাফুফে ভবনে কোরআন খতম, বাদ যোহর ২টায় বাফুফে ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত, বাদ যোহর ২.১০টায় বাফুফে ভবনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বাদ আসর মতিঝিল বাফুফে ভবন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে দোয়া মাহফিল।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent