নিজস্ব প্রতিবেদক : ১৭ জুলাই ২০২২, রবিবার, ১৮:৫০:৪০
হাতে আছে তিন ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জিততে বসুন্ধরা কিংসের চাই ৩ পয়েন্ট। অর্থাৎ একটি জয়। ঐতিহাসিক সেই জয়টি কিংস পেয়ে যাবে কি সোমবার? মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে কিংসের প্রতিপক্ষ সাইফ স্পোটিং ক্লাব। এই ম্যাচ জিতেই শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে মুন্সিগঞ্জ যাবে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসে ভাল ফুটবল খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ক্রুসিয়ানির দল তিনটি জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফর্মে থাকা এই দলকে হারিয়েই ২ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে চায় অস্কার ব্রুজনের দল। প্রথম পর্বের খেলায় কিংস জিতেছিল ৪-৩ গোলে।
ঘরোয়া ফুটবলে নতুন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস। বড় আসরে অভিষেকেই হ্যাটট্রিক শিরোপার হাতছানি বসুন্ধরা কিংসের সামনে। পেশাদার ফুটবল চালু হওয়ার পর কেবল আবাহনী হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। কিংস জিতলে সেটা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোন দলের হ্যাটট্রিক শিরোপা জয়।
১৯ ম্যাচ শেষ বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৮। সোমবার জিতলে হবে ৫১। তখন পেছনে থাকা আবাহনী বাকি তিন ম্যাচ জিতলেও কাজ হবে না। আবাহনীর ১৯ ম্যাচে পয়েন্ট ৪১।
Rent for add