মঙ্গলবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

দীর্ঘ ৩৮ দিন বিরতি শেষে মঙ্গলবার থেকে ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বসুন্ধরা কিংসের এএফসি কাপ এবং জাতীয় ফুটবল দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাইয়ের কারণে গত ১৪ মে থেকে স্থগিত ছিল দেশের শীর্ষ এই লিগ।

প্রিমিয়ার লিগের শেষ হয়েছে ১৫ রাউন্ড। মঙ্গলবার বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে শুরু হবে ১৬তম রাউন্ডের খেলা। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রহমতগঞ্জের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে। ওই শহরে ভয়াবহ বন্যার কারণে মানুষের আশ্রয়স্থল হয়েছে স্টেডিয়াম। যে কারণে ম্যাচটি সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুন্সিগঞ্জে।

১৫ রাউন্ড শেষে ৩৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তারা ১৫ ম্যাচের মধ্যে ১২টি জিতেছে, ২টি ড্র করেছে এবং একটি হেরেছে।

দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১৫ ম্যাচে ৯টি জিতেছে তারা, ৫ ম্যাচ ড্র করে হেরেছে একটিতে। ৬ বারের চ্যাম্পিয়ন দলটির পয়েন্ট ৩২। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

লিগ টেবিলের তলানিতে আছে স্বাধীনত ক্রীড়া সংঘ। ১৫ ম্যাচে ১ জয়, ৩ ড্র এবং ১১ হারে দলটির পয়েন্ট ৬। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাদের জয় ২টি। বাকি ১৩ ম্যাচের মধ্যে ২টি ড্র এবং ১১টি হার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent