মোহামেডানে ফিরলেন সফিকুল ইসলাম মানিক

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য সফিকুল ইসলাম মানিককে ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে। অস্ট্রেলিয়ান কোচ শন লেনের পদত্যাগের পর মোহামেডান একজন কোচ খুজছিল। শনিবার বিকেলে ক্লাবের ফুটবল কমিটি জরুরী সভা করে তাদের সাবেক কোচকে আবার ফিরিয়ে আনলেন।

প্রায় চার বছর ধরে মোহামেডানের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন শন লেন। জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ এবং বসুন্ধরা কিংসের এএফসি কাপের জন্য লিগ স্থগিত থাকায় মোহামেডানের আবাসিক ক্যাম্প বন্ধ ছিল। কোচ শন লেন ছুটি কাটাতে দেশে গিয়েছেন। সেখান থেকেই কয়েকদিন আগে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেখানে তিনি ক্লাবের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন।

শন লেন প্রধান যে অভিযোগ তুলেছেন তার মধ্যে প্রধান হলো দল গঠনে ক্লাব কর্মকর্তাদের হস্তক্ষেপ। যদিও মোহামডানের টিম অফিসিয়ালরা দল গঠনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছেন।

মোহামেডানের অনুশীলন শুরু হবে সোমবার। রোববার খেলোয়াড়রা ক্লাবে যোগ দেবেন। রোবববার খেলোয়াড়দের ক্লাবে উঠতে বলা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় ইউনাইটেড গ্রুপের মাঠে প্র্যাকটিস শুরু হবে। ওই সময়ই নতুন কোচকে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

মানিক প্রথম মোহামেডানের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০০৫ সালে। ছিলেন ২০০৮ সালের মার্চ পর্যন্ত। দ্বিতীয়বার দায়িত্ব পান ২০১০-২০১১ মৌসুমে। সেবার মানিকের কোচিংয়ে মোহামেডান সুপার কাপে রানার্সআপ হয়েছিল। এ নিয়ে তৃতীয়বার গুণী এই কোচের ওপর আস্থা রাখলো ঐতিহ্যবাহী ক্লাবটি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent