নিজস্ব প্রতিবেদক : ২৭ মে ২০২২, শুক্রবার, ২১:১১:২৩
ফুটবলারদের আঁতুড় ঘর হিসেবে পরিচিত পাইওনিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে শনিবার। এবারের পাইওনিয়ার লিগে অংশ নিচ্ছে ৪৬টি দল। শনিবার বিকেল ৩টায় লিগের উদ্বোধনী ম্যাচ হবে বসুন্ধরা কিংস এরেনায়। উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আরামবাগ ক্রীড়া চক্র জুনিয়র ও কামরাঙ্গীচর ক্রীড়া উন্নয়ন পরিষদ।
খুদে ফুটবলারদের বয়সের ক্ষেত্রে লিগ কমিটি এবার খুবই কঠোর অবস্থানে। যে কারণে অনেক দল বাদ পড়েছে। দলসংখ্যা তাই এবার কম তুলনামূলক। এই লিগ অনূর্ধ্ব-১৫ বয়স ভিত্তিক ফুটবলারদের নিয়ে। অনেক দলের খেলোয়াড়ের বয়স কয়েক মাস বেশি। তাই বাদ পড়েছেন তারা।
ব্রাদার্স মাঠ, পল্টন ময়দান, মিরপুরের গোলারটেক মাঠ, উত্তরা ১৪ নং সেক্টর ও নারায়ণগঞ্জের আলীগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে এবারের পাইওনিয়ার লিগ। পাঁচ ভেন্যুতে দু’টি করে গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট ২০ টি দল সুপার লিগ খেলবে। সুপার লিগে ২০ টি দল চার গ্রুপে খেলবে। এই চার গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে এবং তৃতীয় বিভাগে উন্নীত হবে।
শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিগ নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন ‘প্রতিটি ভেন্যুতে দুই জন করে বাফুফের কোচ থাকবেন। তারা মেধাবী খেলোয়াড় খুঁজবেন। সেই মেধাবী খেলোয়াড়দের নিয়ে আরেকটি ট্রায়াল হবে। সেই ট্রায়ালে যারা ভালো করবে তারা এলিট একাডেমিতে সুযোগ পাবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য আমের খান ও মহিদুর রহমান মিরাজ।
Rent for add