নিজস্ব প্রতিবেদক : ১৭ মে ২০২২, মঙ্গলবার, ২১:২৭:৪৩
শৃঙ্খলার ক্ষেত্রে একবিন্দুও ছাড় দিতে নারাজ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ও মালয়েশিয়ায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে সময়মতো রিপোর্ট না করা আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে বিদায় করে দিয়েছেন কোচ।
সোমবার সন্ধ্যা ৬ টায় হোটেল রেডিসনে ছিল জাতীয় দলে ডাক পাওয়া ২১ খেলোয়াড়ের রিপোর্টিং। আবাহনীর গোলরক্ষক শহী দ ল আলম সোহেল ছাড়া বাকি সবার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল।
তবে ওই দিন জীবন যোগ না দিয়ে মঙ্গলবার এসেছিলেন। কিন্তু কোচ তাকে ‘না’ করে দিয়েছেন বলে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছেন।
জানুয়ারিতে জাতীয় লের ায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরার এটি দ্বিতীয় এসাইনমেন্ট। এর আগে তার অধীনে মালদ্বীপ ও মালয়েশিয়ার বিপক্ষে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।
Rent for add