নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২২, শনিবার, ২০:০১:২৬
মাঠে ধারাবাহিক ব্যর্থতার পর সাইফ স্পোর্টিং ক্লাবে বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ২৪ মার্চ ক্লাবের ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদকসহ আনা হয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মহিবুল কবির রনিকে।
এর প্রায় একমাস পর ২৪ এপ্রিল ক্লাব কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ পুলিশের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা বাফুফের সাবেক সদস্য শেখ মোহাম্মদ মারুফ হাসানকে।
নতুন ম্যানেজমেন্টের অধীনে ক্লাবটির মাঠের পারফরমেন্সেও ইতিবাচক পরিবর্তন এসেছে। আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানির নেতৃত্বে টানা তিন ম্যাচ জিতে ক্লাবটি ফর্ম ফিরে এসেছে।
শনিবার বসুন্ধরা কিংস এরেনায় সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। গোল করেছেন রিয়াদুল হাসান রাফি ৬১ মিনিটে।
১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব টেবিলের চতুর্থ স্থানে উঠে গেছে। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। সাবেক চ্যাম্পিয়নরা আছে টেবিলের অষ্টম স্থানে।
Rent for add