বাসস : ৪ মে ২০২২, বুধবার, ০:২৩:৪৯
দুই বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলো ইতালিয়ান ক্লাব নাপোলি। চলমান সিরি এ’তে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা নিশ্চিত করে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেল নাপোলি।
গত ও চলমান চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না নাপোলি। এই দু’মৌসুমে ইউরোপা লিগে খেলেছে নাপোলি। চলমান সিরি এ’তে ৩৫ ম্যাচ শেষে ২১ জয়, ৭ ড্র-হারে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নাপোলি।
৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে জুভেন্টাস। ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম ও ষষ্ঠস্থানে লাৎসিও এবং এএস রোমা। লিগের শেষ তিন ম্যাচে জিতলেও নাপোলি ও জুভেন্টাসের পয়েন্টকে ধরতে পারবে না লাৎসিও এবং রোমা। তাই শীর্ষ চার নিশ্চিত হয়েছে নাপোলির।
তবে ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান এবং ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টারমিলান। শিরোপা জয়ের সুযোগ থাকছে শীর্ষ চার দলেরই।
Rent for add