নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০২২, শনিবার, ২১:০৭:৪৫
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থেকে সিলেট জেলা স্টেডিয়াম- দুই ভেন্যুতে পিছিয়ে পড়ে আবাহনীর ফেরার গল্পটা একই রকম। আগে গোল খেয়ে পরে ম্যাচে ফেরা এবং জয় নিয়ে মাঠ ছাড়া-মুক্তিযোদ্ধা ও পুলিশের বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি।
আগের ম্যাচে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পড়ে সেই ম্যাচে আবাহনী জিতেছিল ৪-৩ ব্যবধানে। শনিবার সিলেটে আগে গোল খেয়ে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে আকাশী নীলরা জিতেছে ২-১ ব্যবধানে।
শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচটিতে জয় গুরুত্বপূর্ণ ছিল আবাহনীর জন্য। ১৭ মিনিটে যখন আবাহনী ১-০ তে পিছিয়ে পড়ে তখন পয়েন্ট হারানোর দুশ্চিন্তা পেয়ে বসেছিল স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয়ী দলটিকে।
শেষ পর্যন্ত তারা ম্যাচে ফিরেছে এবং ২-১ গোলের জয় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে রইলো সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।
পুলিশের আল আমিন ১৭ মিনিটে গোল করে আবাহনীকে ভড়কে দিয়েছিলেন। আবাহনী অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। ২২ মিনিটেই ব্রাজিলিয়ান রাফায়েলের কাছ থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান জুয়েল রানা।
বিকেলটি হয়তো জুয়েল রানারই ছিল। দলকে সমতায় ফেরানো ও জয়সূচক দুটি গোলই করেছেন তিনি। ৬৮ মিনিটে শেখ সোলইমানির পাস থেকে গোল করে জুয়েল রানা আবাহনীকে এনে দেন মূল্যবান ৩ পয়েন্ট।
এই ৩ পয়েন্টে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে দূরত্বটা কমলো আবাহনীর। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট যেখানে কিংসের সেখানে আবাহনীর সমান ম্যাচে ২৮ পয়েন্ট। পুলিশ জিতলে টেবিলের ছয়ে উঠতে পারতো। হেরে রয়ে গেলো আগের মতো সাতেই। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট।
Rent for add