নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ২৩:৩৬:৫৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের মাতা শাহানা জামান-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আরামবাগ ঝিলপাড় জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিলপাড় জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সংগঠক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মো. আবু নাইম সোহাগের মাতা শাহানা জামান গত ১৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় দক্ষিণ গোড়ানের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিসেস শাহানা জামান-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
Rent for add