বাসস : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৪:৪৩:৪৩
এভারটনকে রোববার প্রিমিয়ার লিগে ২-০ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্টের ব্যবধান এক’এ নামিয়ে এনেছে লিভারপুল। ফলে সিটির সঙ্গে শিরোপা লড়াই জমিয়ে তুললো লিভারপুল।
অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে জার্গেন ক্লপের দলকে এভারটনের শক্তিশালী রক্ষণভাগ ভাঙ্গতে বেশ বেগ পেতে হয়েছে। দ্বিতীয়ার্ধে স্কটিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের গোলের আগ পর্যন্ত এভারটনের পোস্টে একটি ভাল শটও নিতে পারেনি রেডসরা। ডিভোক ওরিগির শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত জয় লিভারপুলের। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটির উপর চাপ অব্যাহত রাখলো লিভারপুল।
লিগ শেষ করতে লিভারপুল ও সিটি উভয় দলের হাতেই রয়েছে পাঁচটি করে ম্যাচ। মৌসুমের শেষভাগে এসে তাই শিরোপা লড়াইটাও দারুণ জমে উঠেছে। এক মৌসুমে চারটি শিরোপা জয় করে প্রথমবারের মতো কোন ইংলিশ ক্লাব হিসেবে কোয়াড্রাপল জয়ের দ্বারপ্রান্তে রয়েছে লিভারপুল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
এদিকে ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো টানা আট অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয়ে এভারটন রেলিগেশন শঙ্কায় পড়েছে।
Rent for add