বাসস : ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ১৬:০৮:০৯
শনিবার দ্বিতীয়স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করে তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় টানা ১০ম শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে প্রথমার্ধে সার্জি গ্যানাব্রি ও রবার্ট লিওয়ানদোস্কির গোলে ২-০ গোলের লিড পায় বায়ার্ন। বিরতির পরপর এমরে কানের পেনাল্টিতে ডর্টমুন্ড এক গোল পরিশোধ করে। কিন্তু ম্যাচ শেষের সাত মিনিট আগে টিনএজার জামাল মুসিয়ালার গোলে বায়ার্নের জয় ও শিরোপা দুটোই নিশ্চিত হয়। এতে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে প্রথম ক্লাব হিসেবে বায়ার্নের টানা দশম শিরোপা নিশ্চিত হলো।
ম্যাচ শেষে উচ্ছসিত বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘এ বছরটা মোটেই সহজ ছিলনা। এ কারণেই এই চ্যাম্পিয়নশিপের জন্য আমি এতটা খুশি হয়েছি।’
এর মাধ্যমে বেভারিয়ান জায়ান্টরা ডর্টমুন্ডের বিপক্ষে টানা অষ্টম জয় তুলে নিল। তিন ম্যাচ বাকি থাকতে ডর্টমুন্ডের থেকে ১২ পয়েন্ট এগিয়ে বায়ার্ন শিরোপা নিশ্চিত করেছে। অথচ পুরো মৌসুমে বায়ার্নকে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। চলতি মাসের শুরুতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে।
বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেছেন, ‘ভিয়ারিয়ালের কাছে হেরে বিদায় নেবার পর এভাবে লিগের শিরোপাটা জয় করা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। সবাই এই শিরোপাটা চেয়েছিল। এ কারণেই এই শিরোপাটা আমাদের সকলের কাছে বিশেষ কিছু।’
Rent for add